তালায় নৌকা প্রতীক পাওয়ায় সরদার জাকিরকে সংবর্ধণা

0
426

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক পাওযায় বর্তমান চেয়ারম্যন ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনকে গণ-সংবর্ধণা দিয়েছেন ইউনিয়নবাসী। সোমবার (১৫ মার্চ) বিকালে নৌকার টিকিট নিয়ে ফেরার পথিমধ্যে উপজেলার জাতপুর বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সরদার জাকির হোসেন। সংবর্ধণা শেষে কয়েশ শত মটর সাইকেল যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে তালা সদরে একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সরদার জাকির হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। এ নৌকা আমার নয়, আপনাদের। আগামী ১১ এপ্রিল নৌকাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের।’ নেতা-কর্মীদের শ্লোগানে এ সময় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয় আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here