ঘাটাইলে জমি নিয়ে বিরোধ, বাড়ি ভাঙচুর

0
432

শফিকুল ইসলাম জয়,
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কলাগাছ কাটা এবং নির্মাণাধীন একটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হুমকির মুখে বর্তমানে বাড়িতে বসবাস করতে পারছেন না ভুক্তভোগীর পরিবারের লোকজন।

ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শনিবার (১৩ মার্চ) রাতে ঘাটাইল থানায় একই এলাকার হাসমত আলীকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী আ: মালেক বলেন, আমার বোন জামাই একটি জমি ক্রয় করে। জমিটি প্রতিপক্ষের বাড়ির পাশের হওয়ায় তারা জমিটি ক্রয় করার চেষ্টা করে নিতে না পেরে আমার এবং বোন জামাইয়ের উপর ক্ষিপ্ত হয়।

অভিযোগ থেকে জানা যায়, আ: মালেকের বোন জামাই রুস্তম আলী স্থানীয় নাছিমা বেগমের নিকট থেকে একটি জমি ক্রয় করে। জমিটি হাসমত আলী ক্রয় করার চেষ্টা করে ব্যর্থ হলে মালেক এবং তার বোন জামাই’র উপর ক্ষিপ্ত হয়। মালেককে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসতে থাকে। গত ১১ মার্চ মালেকের নির্মাধীন বাড়িতে হাসমত আলী গংরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়, বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। আ: মালেকের কলাবাগানের প্রায় দুইশত কলাগাছ ভেঙে ফেলে, এবং বাড়ির লোকজনদের মারপিট করে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। আমি দশ বারোজন লোককে লাঠি দিয়ে মালেকের বাড়িতে ভাংচুর দৃশ্য দেখেছি। পরে আমিসহ স্থানীয় কিছু লোকজন তাদেরকে থামিয়েছি।

এ ব্যাপারে হাসমত মিয়া বলেন, ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ভাংচুরের বিষয়ে আমি কিছু জানিনা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ভুক্তভোগী পরিবারের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here