পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক যুবককে গ্রেফতার!

0
332

রাকিব হাসান পটুয়াখালীঃ
পুলিশ এ ঘটনায় ওই শিক্ষার্থী নিজে গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে তিনজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ বৃহস্পতিবার রাতেই উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করে। তবে আবুল হোসেনকে গ্রেফতার করতে পারলেও প্রধান অভিযুক্ত রবিউল এখনও পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আবুল টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ওই শিক্ষার্থী বাড়ির সামনে দোকানে যাওয়ার সময় পথিমধ্যে আসামি রবিউল চৌকিদার (২২),তার সহযোগী আবুল হোসেন (২৪) ও জাহিদুল (২৩)-কে নিয়ে পথ রোধ করে। এসময় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। শিক্ষার্থীর ডাক-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে য়ায়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here