খবর ৭১: আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর সমতা, ক্ষমতায়ন ও অধিকার রক্ষার প্রতিক এই দিনে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি।
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই পতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বে নানা আয়োজনে নারীর অগ্রযাত্রা সমুন্নত রাখতে দিনটি মর্যাদার সাথে পালিত হচ্ছে। আমরা, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি।
দেশের ব্যবসা-বানিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্রবাহিনী, আইন শৃংখলা রক্ষা বাহিনী, শান্তি মিশন সহ নকল স্তরে নারীর সাফল্যময় অংশ গ্রহণ দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করছে। আমরা প্রত্যাশা করছি নারীর এই সাফল্যের ধারাবাহিকতায় বিশ্ব সভায় বাংলাদেশ আরো মর্যাদাপূর্ণ স্থান দখল করবে। সাফল্যের সিড়িতে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন বাড়বে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ণে নারীর অংশ গ্রহণ আরো বাড়বে। দেশের রাজনীতিতে নারীদের অবস্থান আরো সুসংহত হবে। আমরা আশা করছি, কন্যা শিশু ও বয়োবৃদ্ধা নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।