আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা (খুলনা): পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সময় সূচির এ প্রজ্ঞাপন জারি করা হয়। ১০ ইউনিয়নের নির্বাচনী দায়িত্বে ৪ জন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব অর্পন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১১ এপ্রিল একযোগে ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ মার্চ থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। লতা, হরিঢালী ও গদাইপুর ইউনিয়নের প্রার্থীরা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের কার্যালয় থেকে, চাঁদখালী, রাড়ুলী ও কপিলমুনি ইউনিয়ন প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদের কার্যালয় থেকে, গড়ইখালী ও লস্কর ইউনিয়নের প্রার্থীরা উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদের কার্যালয় থেকে এবং সোলাদানা ও দেলুটি ইউনিয়নের প্রার্থীরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ, যাচাই-বাছাই ১৯ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ নির্ধারণ করা হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।