শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল সীমান্ত থেকে নাজমুল হাসান অপু (২৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছেন পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে বেনাপোল পৌর এলাকার দূর্গাপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক অপু বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাজমুল হাসান অপুকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল।
আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, আটককৃত সাজাপ্রাপ্ত আসামীকে আটকপূর্বক তাকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।