অবশেষে বিয়ের কথা ফাঁস করলেন মম

0
384

খবর ৭১: দীর্ঘ চার বছর আগেই পরিচালক শিহাব শাহীনকে বিয়ে করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তবে এতদিন তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেননি কেউই। অবশ্য নানা সময় তাদের প্রেম-বিয়ের গুঞ্জনে মুখর ছিল শোবিজ অঙ্গন। অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন তারা।

আজ বুধবার নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেছেন করেছেন শাহীন-মম। এ উপলক্ষে দু’জনই ফেসবুকে কেক কাটার ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এতেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

এদিন, দুপুরের দিকে শিহাব শাহীন তার ফেসবুকে মম’র সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। আর মম তার শুভেচ্ছা বার্তায় স্বামীকে উদ্দেশ্যে করে বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’
শাহীনের মতো এটা মম’র দ্বিতীয় বিয়ে। এর আগে, ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মম। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। এরপর শিহাব শাহীনের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যায়। অবশেষে সেটা প্রকাশ্যে এলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here