খবর৭১ঃ
বসন্ত এসেছে জাপানে। চেরি ফুলের সৌন্দর্য ফিরে এসেছে দেশটির রাস্তা-ঘাটে। বসন্তের আগমনীতে ঐতিহ্যবাহী সাকুরা উৎসবে মেতেছে জাপানিরা। প্রতি বছরের ন্যায় চেরি ফুলের পাপড়ি মেলার সঙ্গেই এই উৎসবে মেতেছেন তারা।
প্রায় দেড় হাজার ধরে জাপানে উদযাপিত হয়ে আসছে সাকুরা উৎসব। দেশটির ইতিহাস, শিল্প ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি।
চেরি ফুলের নামই জাপানি ভাষাই সাকুরা। এই ফুলের নামেই নামকরণ হয়েছে উৎসবের। মার্চ থেকে মে মাস পর্যন্ত জাপানের সৌন্দর্য বাড়ায় চেরিফুল। পাতাঝরা গাছের ডালে প্রস্ফুটিত হয় ছোট ছোট গোলাপি কুড়ি। হাড় কাঁপানো শীতের প্রকোপ কিছুটা কমলে ফুটতে শুরু করে চেরি ফুল। গুচ্ছবদ্ধ ফুলগুলো প্রধানত সাদা ও লাল হয়।
করোনাভাইরাস মহামারির কারণে কিছুটা কড়াকড়ি রয়েছে এবারের সাকুরা উৎসবে। আয়োজনও চলছে সীমিত পরিসরে। তবে করোনা বা কড়াকড়ি কোনোটিই সাধারণ মানুষের আনন্দে বাধা হয়নি। নদীর ধারে খোলা রয়েছে বিভিন্ন খাবার দোকানও।
এক পথচারী বলেন, করোনা মহামারির কারণে মানসিক চাপে ছিলাম। তবে চেরি ফুল দেখে মন ভালো হয়ে গেছে।
গোলাপি রঙয়ের চেরিতে ঢেকে গেছে জাপানের বিভিন্ন শহরের আকাশ। দেখলে প্রাণ জুড়াবে যেকোনো মানুষের। ভ্রমণপিপাসুরাও এই দৃশ্য দেখতে প্রতিবছর জাপানে ভিড় করে থাকেন।