ভিনিয়াসের গোলে রিয়ালের স্বস্তির ড্র

0
248

খবর৭১ঃ স্প্যানিশ লা-লিগার খেলায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। খেলার একদম অন্তিম মুহূর্তে দলীয় তারকা ভিনিয়াস জুনিয়রের গোল দিলে ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ হয়। ফলে উভয় দলই এক করে পয়েন্ট পেয়েছে।

ম্যাচের প্রথম ২০ মিনিটে কেউই খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি। এই সময়ে বেশ কয়েকটি ভুল পাস দেওয়া রিয়াল হঠাৎই যেন জেগে ওঠে। ২১তম মিনিটে ডান দিকের বাইলাইন থেকে লুকাস ভাসকেসের দারুণ ক্রসে মারিয়ানো দিয়াসের হেড লাগে ক্রসবারে। ফিরতি বল ধরে মার্কো আসেনসিওর শট প্রতিপক্ষের পায়ে লেগে বাইরে যায়।

এরপর প্রথমার্ধের শেষ পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই।

এদিকে বিরতির পর আক্রমণাত্মক শুরু করে রিয়াল সোসিয়েদাদ। সেই ধারাবাহিকতায় সাফল্য পায় ৫৫তম মিনিটে। নাচো মনরিয়েলের ক্রসে দারুণ কোনাকুনি হেডে গোলটি করেন পোর্তু।

ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠা রিয়াল মাদ্রিদ সমতাসূচক গোলের দেখা পায় খেলা শেষ হওয়া ঠিক এক মিনিট আগে। ফেদে ভালভেরদের ব্যাকহিলে বল পেয়ে দারুণ কোনাকুনি পাস বাড়ান ভাসকেস। ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস। ফলে ১-১ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

ড্রয়ের ফলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। আর ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান অ্যাতলেটিকো মাদ্রিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here