আবারও ঝড় তুলেছেন মিথিলা

0
266

খরব ৭১: পিঠ খোলা পোশাকে আবারও ঝড় তুললেছেন মিথিলা। সাদা কালোয় মিথিলার এই ফটোশ্যুট মনে করাচ্ছে মেরিলিন মনরোকে। জনপ্রিয় হলিউড নায়িকার উদ্ধৃতি মন করিয়ে মিথিলার ঘোষণা, ভয় পাওয়া হল বোকামি, আর অনুশোচনাও। সম্প্রতি কালো গাউনে একগুচ্ছ ফটো আপলোড করেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভীষণ সক্রিয় মিথিলা। কালো লেয়ার্ড গাউনে মিথিলার মোহময়ী রূপে ঘায়েল লক্ষ পুরুষ হৃদয়।
আনমোনা মিথিলার চাহনি থেকে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়েছে কয়েকগুণ। আলো আঁধারি ফটোশ্যুট মিথিলার বিশেষ পছন্দের। অন্ধকারে নিজেকে নিয়ে কৌতুহল আরও বাড়িয়ে দেন মিথিলা। কটাক্ষের মুখেও পড়তে হয় এসব ছবি পোস্ট করে। তবে ট্রলারদের তিনি পাত্তা দেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here