সুন্দর সুন্দর কাজের জন্য আমি প্রস্তুত: দীঘি

0
338

খবর ৭১:
এদিকে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘চাচ্চু’খ্যাত দীঘি এখন সিনেমার নায়িকা। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে রেণু চরিত্রে তিনি অভিনয় করছেন।

দীঘি বললেন, ‘সুন্দর সুন্দর কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস এই ছবি। ইয়াশ ভাইয়ের সাথে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।’

একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘শেষ চিঠি’ মুক্তি পাবে বলে জানালেন পরিচালক সুমন ধর। তিনি বলেন, ‘এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয়সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা উপভোগ করবেন।
প্রথমবারের মতো জুটি বাঁধছেন চলচ্চিত্রের দুই তরুণ মুখ ইয়াশ রোহান ও দীঘি। চলচ্চিত্র হলেও, সেটি ওয়েব মাধ্যমের জন্য।

ওয়েব ফিল্মটির নাম ‘শেষ চিঠি’। পরিচালনা করতে যাচ্ছেন সুমন ধর।

গেল সপ্তাহে ইয়াশ-দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালকের সঙ্গে। যেখানে আরও একটি চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম।

পরিচালক জানান, ২ মার্চ থেকে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হচ্ছে।

প্রথম সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়ে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান। এরপর ভিন্ন-ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি।

‘শেষ চিঠি’ প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here