জনসনের ভ্যাকসিন দরিদ্র দেশগুলোতে দেয়া হবে

0
277

খবর ৭১: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকানদের জন্য এটা খুব বড় খবর। তবে করোনার বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি।

ভ্যাকসিনটি প্রস্তুতকারী বেলজিয়ান ফার্ম জ্যানসেন জানিয়েছে, সামনের সপ্তাহেই যুক্তরাষ্ট্রে এ টিকা ব্যবহার শুরু হবে। আগামী জুনের মধ্যে দেশটিতে তারা ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

এছাড়া অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডা ৫০ কোটি ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা অর্ডার করেছে।

এফডিএ তাদের রিপোর্টে বলেছে, নতুন ভ্যারিয়ান্টসহ গুরুতর কোভিড-১৯ প্রতিরোধে এই ভ্যাকসিন অধিকতর কার্যকর। ৪০ হাজার লোকের মধ্যে বৈশ্বিক ট্রায়ালে এই ভয়ংকর রোগের বিরুদ্ধে ভ্যাকসিনটি ৮৫ দশমিক ৪ শতাংশ কার্যকর। তবে রোগটির মডারেট ফর্মে কার্যকারিতা কমে ৬৬ দশমিক ১ শতাংশ দাঁড়ায়। দুই ডোজের ফাইজার ও মডার্নার কার্যকারিতা ৯৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here