করোনায় সুস্থ প্রায় ৯ কোটি, আক্রান্ত ১১ কোটি ৪৩ লাখ

0
253

খবর৭১ঃ করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৯ কোটি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬৯৭ জন।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৫৯২ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৩৬ হাজার ৭০৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৯৯ লাখ ‌২০ হাজার ৮৮৯ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ২ হাজার ৮২৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬৬৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৪৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ১৭ হাজার ২৩২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২৬৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here