ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫

0
276

খবর৭১ঃ ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের নিচতলার সেপটি ট্যাংক বিস্ফোরণের ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে শহরের টি. এ. রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাহআলম (৪০), লিটন (৩৭), পারভেজ (৪৮), মারুফ (৫০), শফিক (৩০)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, টি.এ.রোড এলাকায় একটি ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর ভিআইপি কনফকেশনারি নামের দোকান রয়েছে। রাতে হঠাৎ করে ওই দোকানের নিচে থাকা সেপটিক ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশের দেয়াল ধ্বসে পড়ে। দোকানে থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়।

বিস্ফোরণে দোকান মালিক ও কর্মচারীসহ পাঁচজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here