শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : শার্শা উপজেলাধীন আমড়াখালী খালের চটকাপোতা হতে কণ্যাদাহ বাওড় পর্যন্ত ৪ কিলোমিটার খাল পূন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় বৃহত্তর খুলনা-যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প বিএডিসি যশোরের বাস্তবায়নে এ খাল খননের উদ্বোধন করেন যশোর-১(শার্শা) আসনের এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন।
মেসার্স রুপালী ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত উক্ত খাল খনন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন বলেন, আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের দৃষ্টিতে সারাদেশের ন্যায় শার্শা উপজেলাতেও ব্যাপক পরিমাণে কাজ হচ্ছে। এযাবতকালের বর্ষাকালে ভারত হতে কোদলা বিল হয়ে পানি নেমে বাহাদুরপুর-বেনাপোলসহ গোটা শার্শা এলাকা প্লাবিত হতো। তাতে স্থানীয় জনবসতিসহ চাষাবাদে ব্যাপক পরিমাণের ক্ষতির সম্মুখীন হতে হতো এলাকাবাসীর। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় এ খাল খননের ফলে বর্ষা মৌসুমের পানি এখানে আর বেধে না থেকে কণ্যাদাহ বাওড়ে গিয়ে পড়বে। পরে কায়বার ভিতর দিয়ে আবার ভারতের ইছামতি নদীতে প্রবেশ করবে।
এসময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে খালের একপাশে মাটি ফেলার পরামর্শ দেন। বলেন, একপাশে মাটি ফেলার ফলে এখানে নতুন একটি রাস্তার জন্ম হবে। সেরাস্তা দিয়ে এখানকার চাষীদের মাঠের ফসল গাড়িতে করে তাদের বাড়িতে যাবে। কোনএকদিন এখানে পাকা রাস্তা করে দেবেন তিনি। যাতায়াত করবেন স্থানীয় জনসাধারণ। আমড়াখালীর এ খাল খননে উন্নয়নের ধারায় আরো একধাপ এগিয়ে যাচ্ছে শার্শাবাসী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।