খালেদা জিয়ার চিকিৎসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিএনপির

0
341
খালেদা জিয়া
ছবিঃ সংগৃহীত

খবর ৭১: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যতটুকু জানি বেগম খালেদা জিয়া দারুনভাবে অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন যে চিকিৎসা এখানে সম্ভব নয়। এমন কি যে হাসপাতালে তিনি ছিলেন সেখানেও সম্ভব হয় নাই। প্রয়োজনে সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়ত দরকার হবে। এই ব্যাপারে সরকারেরে একটা নিষেধাজ্ঞা আছে আপনারা জানেন।’

নজরুল ইসলাম খান আরও বলেন, আমরা দাবি জানাব, এই ব্যাপারে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করা হোক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৌলিক অধিকার নিশ্চিত করা হোক যেন তিনি তার চিকিতসার প্রয়োজনে যখন যেখানে যেতে চান তিনি যেতে পারেন।

সরকারের আরোচিত নিষেধাজ্ঞা সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, যদিও এই নিষেধাজ্ঞাটা অমানবিক ও অযৌক্তিক। কারণ এদেশের ইতিহাস বলে যে, অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে। এমনকি জেলে থাকা অবস্থাও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ্ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here