আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন জাতীয় কৃষক পার্টির ৩১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে স্থানীয় বাজারপাড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাপা’র সভাপতি এটিএম এনামুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মিলন মিয়া প্রমূখ। শেষে মাইদুল ইসলামকে সভাপতি, সহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এরশাদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে রামজীবন ইউনিয়ন জাতীয় কৃষক পার্টির কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। নব গঠিত এ কমিটিকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল অভিনন্দন জানিয়েছেন।