যুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে গুলি, নিহত ৩

0
360

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রে একটি বন্দুকের দোকানে গুলি চালিয়ে দুই জনকে হত্যা করেছে এক ব্যক্তি। পরে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এখবর দিয়েছে ইউএসএ টুডে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্সে জেফারসন বন্দুক স্টোরে স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এক ক্রেতা। একপর্যায়ে ক্রেতা ও স্টাফদের মধ্যে গুলিবিনিময় হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

গোলাগুলির ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কে অনেকেই দোকান বন্ধ করে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী।

স্থানীয় পুলিশ আরও জানায়, পাল্টাপাল্টি গোলাগুলিতে দুজন নিরস্ত্র লোকও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরিফ জোসেফ লোপিন্টো জানিয়েছেন, সেখানে একাধিক মানুষ গুলি চালিয়েছে। সেখানে কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here