মিয়ানমারে সরকারি দপ্তরে অচলাবস্থা, গ্রেপ্তার ৫০০

0
294

খবর৭১ঃ মিয়ানমারে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে ডাকা ধর্মঘটে দেশটির বহু সরকারি দপ্তর অচল হয়ে পড়েছে। বিক্ষোভে অংশ নেয়ায় অন্তত পাঁচশ মানুষ গ্রেপ্তার হয়েছে। এছাড়া ধর্মঘট উৎসাহিত করায় জনপ্রিয় ছয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সামরিক জান্তা।

রয়টার্স জানিয়েছে, বুধবার দিবাগত রাতে সেনাবাহিনী চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও সঙ্গীত শিল্পীসহ ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের কারণে তাদের দুই বছর কারাদণ্ড হতে পারে।

এদিকে সামরিক অভ্যুত্থানবিরোধী এসব ধর্মঘট ও প্রতিবাদে অংশ নেয়ার কারণে এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি চৌরাস্তার মোড়ে কয়েক ডজন প্রতিবাদকারী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু করে।

এর আগে বুধবার দিবাগত রাতে দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে আন্দোলনে অংশ নেওয়া রেলওয়ে কর্মীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে। রেলওয়ের এই কর্মীরা কয়েকটি ট্রেন আটকে দিলে পুলিশ বাধা দেয়। দুপক্ষের মুখোমুখি অবস্থানে এক পর্যায়ে পুলিশ গুলি করে। শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

গত বছরের জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। সামরিক অভ্যুত্থান ও নির্বাচিত নেত্রী অং সান সু চিকে আটক করার পর থেকে প্রতিবাদ বিক্ষোভ করছে দেশটির জনতা। দেশজুড়ে সড়কগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভরত মানুষের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here