ঝিনাইদহের শৈলকুপায় প্রেমের সুষ্ঠু বন্টনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0
250

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:

কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না, এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ নামক স্থানে গাড়াগঞ্জ প্রেম বঞ্চিত সংঘের উদ্যোগে প্রেমের সুষ্ঠু বন্টনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি আজ ১৪ ফেব্রুয়ারি সকাল ১১.৩০ মিনিটে গাড়াগঞ্জ বাস স্টাণ্ড থেকে শুরু হয়ে গাড়াগঞ্জ পুরাতন বাজার ঘুরে এসে সোনামনি শিশু একাডিমির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ। এই সময় বক্তারা তাদের বক্তব্যে ১৪ ফেব্রুয়ারির ভালবাসা দিবশের নামে যে নোংরামি করা হয় তা কোন ভাবে মেনে নেওয়া যায় না। আবার একজন অনেক গুলো প্রেম করবে তাও মেনে নেওয়া যাবে না। বক্তারা আরো বলেন, প্রেমের সঠিক বন্টন চাই, এক জন একটাই প্রেম করবে একাধিক নয়। প্রেমের নামে নোংরামি চলবে চলবে না। এ সময় গাড়াগঞ্জ প্রেম বঞ্চিত সংঘের নেতা কর্মী সহ এই এলকার সাধারণ ছাত্ররা অংশ গ্রহন করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here