শৈলকুপায় নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা

0
281
শৈলকুপায় নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে প্রার্থীগণের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা নির্বাচন এবং রিটার্নিং কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান।

বক্তারা দ্বিতীয় ধাপে শৈলকুপা পৌরসভায় আগামী ১৬ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকলকে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য আহ্বান জানান।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম, বিএনপির প্রার্থী খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান, জাতীয় পার্টির প্রার্থী আবু জাফরসহ নির্বাচনে অংশ গ্রহণকারী কাউন্সিলর প্রার্থীগণ তাদের বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সহকারি কোম্পানী কমান্ডার এএসপি এইচ এম শফিউল ইসলাম, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, তদন্ত ওসি মহসীন হোসেন, সহকারী কমিশনার(ভূমি) পার্থ প্রতীম শীল, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here