কোটচাঁদপুরে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

0
352
কোটচাঁদপুরে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর জয় লাভের লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ( ৯ই জানুয়ারি) সকালে পৌর পাঠাগার মিলনায়তন ভবনে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম এর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল এর সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি, সাধারন সম্পাদক ও নৌকার মেয়র প্রার্থী শাহাজান আলী, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুর রহমান রাসেল,  হাফিজুর রহমান, রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী প্রমুখ।

বক্তারা আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী শাহাজান আলীকে বিজয়ী করতে সকলকে এক হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানায়।

এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহিদ হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বিশ্বাস, আশরাফুল আলম খোকন,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক কাজী জনি, সহ পৌর ৯ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি /সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here