মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:
সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক চৌধুরী। লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাকাধরা গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ওই ইউনিয়নে বর্তমানসহ মোট ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরীর চাচাতো ভাই। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সাংসদ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও মো. শামীম চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক মো. সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক,আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ.কে. এম রাশেদুজ্জামান রাশেদ, শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান,কাশিরাম বেলপুকুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরন্নবী, সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা মো. মোতাহার হোসেন ও মো. আজাহারুল ইসলাম ভুতুলু, কিশোরগঞ্জের চাঁদখানা ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন সবুজ, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী, জাপা (এ) নেতা জি.এম. কবির মিঠু, ফিরোজ উদ্দিন ফেরাজ,
হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি নজির হোসেন নজু ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু,সাপ্তাহিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, সাফ জবাবের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম,জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ প্রমুখ।