করোনার মধ্যেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে: অর্থমন্ত্রী

0
338
করোনার মধ্যেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে: অর্থমন্ত্রী

খবর৭১ঃ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বৈশ্বিক অর্থনীতি যেখানে মন্দায় আছে সেখানে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে এবং সঠিক পথেই এগুচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভাশেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের অর্থনীতি ভালো অবস্থানে আছে। আতঙ্কিত বা ভয়ের কিছু নেই-আমরা এখন অনেক ভালো অবস্থায় আছি। এত ভালো অবস্থায় আছি, যেটা চিন্তার বাইরে। বিশ্বাস করি-এই ধারা অব্যাহত থাকবে।’

সরকার অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনোভাবেই আতঙ্কিত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত আশান্বিত। বৈশ্বিক পর্যায়ে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিই বাংলাদেশের মতো ভালো নেই।’

মুস্তফা কামাল বলেন, ‘আল্লাহর রহমতে দেশের অর্থনীতির সব সূচকের প্রবৃদ্ধি আছে।’

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রাজস্ব আয়ের ক্ষেত্রে ৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট পর্যালোচনা শুরু করব। প্রয়োজন অনুযায়ী যেখানে কাটছাট করা হবে।’

মন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবমতে জুলাই-নভেম্বর এই পাঁচ মাসে এক লাখ ১২ হাজার ৯৫৯ কোটি ৮৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৯২ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here