আরও ২৫ মৃত্যু, শনাক্ত পাঁচ লাখ ছুঁইছুঁই

0
381
করোনায় একদিনে আরও ৩৬ মৃত্যু, নতুন শনাক্ত ১১৩৪

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৩১৮ জনের মধ্যে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জনে। শনাক্তের সংখ্যার বিপরীতে দেশে করোনা থেকে সুস্থ মানুষের সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।

শুক্রবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেনসহ ১৫৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ১ হাজার ৩১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

দেশে এ পর্যন্ত ৩০ লাখ ৫০ হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন শনাক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ২১৭ জন।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ জন আর নারী ৯ জন।

বয়স হিসেবে গত ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন ষাটোর্ধ্ব, ৫০-৬০ বছরের ৯ জন, ৪১-৫০ বছরের ৪ জন।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছে ঢাকা বিভাগে, রাজশাহীতে তিনজন, সিলেট বিভাগে দুইজন, খুলনা ও চট্টগ্রামে একজন করে মারা গেছেন। ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগে মৃত্যু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here