খবর৭১ঃ ভারতের রাজধানী দিল্লিতে মধ্যরাতে হঠাৎ ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দিল্লি ও তার আশপাশের এলাকায় এই কম্পন অনুভূত হয় ।
দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হরিয়ানার গুরুগ্রাম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কম্পনের কেন্দ্রস্থল ছিল। ভূগর্ভের ৭.৫ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২।
দিল্লির বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, রাত ১১টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লিতে। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।