বাজেট ঘাটতিতে সৌদি, ৭ শতাংশ ব্যয় সংকোচন

0
375
বাজেট ঘাটতিতে সৌদি, ৭ শতাংশ ব্যয় সংকোচন

খবর৭১ঃ বাজেট ঘাটতি মোকাবেলায় রাষ্ট্রীয় ব্যয় ৭ শতাংশ সংকোচনের পরিকল্পনা করছে সৌদি আরব।

মঙ্গলবার নতুন অর্থবছরের (২০২১) জন্য ২৬ হাজার ৩৯১ কোটি ডলারের বাজেট ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি, যা চলতি বছরের (২০২০) তুলনায় প্রায় সাত হাজার ৯০০ কোটি ডলার কম ও মোট জিডিপির ১২ শতাংশ।

আলজাজিরা জানিয়েছে, এ নিয়ে টানা ৮ বছর বাজেট ঘাটতিতে পড়ল সৌদি।

জ্বালানি তেলের দাম কমে যাওয়া ও করোনাভাইরাস সংকটের কারণে নজিরবিহীন অর্থনৈতিক ঘাটতির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ তেল রফতানিকারক সৌদি।

বিশ্ববাজারে তেলের দাম অর্ধেকের বেশি কমার ফলে সৌদির তেল রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমে গেছে, যা আগামী বছরের মোট জাতীয় আয়ের তিন হাজার ৮০০ কোটি ডলারের সমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here