জানুয়ারির শেষ দিকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

0
425
২৫ জানুয়ারির মধ্যে আসছে টিকা!

খবর৭১ঃ আগামী বছরের জানুয়ারির শেষের দিকে সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যে চুক্তি হয়েছে বলে জানান মন্ত্রী।

বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘করোনার সময়ে আমেরিকা অর্থনীতিতে ১৫ ভাগ পিছিয়েছে, সেখানে বাংলাদেশ ৫ ভাগ এগিয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।’

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। দেশে ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।’ করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা: এ.এইচ.এম এনায়েত হোসেন বক্তব্য দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here