ইবিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

0
1057

রুমি নোমান ইবি প্রতিনিধি:
“মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই”-এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, সহযোগী অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সহকারী অধ্যাপক শেখ শাহিনুর রহমানসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী।র‌্যালি শেষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সহকারী অধ্যাপক শেখ শাহিনুর রহমান বলেন, ‘একটি শিশু জন্মের পরই তার মায়ের শাল দুধ খাওয়ানো প্রয়োজন। এটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া শিশুর নিয়মিত দুধ পান মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।খবর ৭১/ এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here