ঝালকাঠিতে স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য নিরষনের দাবিতে কর্মবিরতী

0
359
ঝালকাঠিতে স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য নিরষনের দাবিতে কর্মবিরতী

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য নিরষনের দাবিতে কর্মবিরতী শুরু হয়েছে। প্রধান মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের ১২ এবং স্বাস্থ্য সহকারিদের ১৩ গ্রেড প্রদনকরে নিয়োগ বিধি দ্রুত সংশোধনের দাবি জানান স্বাস্থ্য কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

এতে মা ও শিশুদের টিকাদান কার্যক্রম, বাড়ী বাড়ী গিয়ে করোনা রোগী শনাক্তর করণসহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পরেছেন সেবা নিতে আসা রোগীরা। কর্মসূচি চলাকালে ঝালকাঠি জেলা স্বাস্থ্য সহকারি এ্যাসোসিয়েশনের সভাপতি মো. জোবায়ের হোসেন, সাধারন সম্পাদক মো. নিজামুল হক খান, সদর উপজেলা সভাপতি সৈয়দ মো. বশির, সাধারন সম্পাদক, মো. এনায়েত করিম, স্বাস্থ্য পরিদর্শক ছাইদা সুলতানা, মো. জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ো যাওয়ার ঘোষনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here