রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির শহরের গাবখান এলাকায় ২ টি বসতঘর ও ১ টি মুরগীর খামারে আগুন লেগে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নুরজাহান বেগম নামের এক বৃদ্ধা মহিলা অগ্নিদগ্ধ হয়ে মেডিকেলে ভর্তি রয়েছে। ঝালকাঠির ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বুধবার রাতে বৈদুতিক সটসার্কিট থেকে এই অগ্নিকান্ড সংঘটিত হতে পরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডসেডিংয়ের পর বিদ্যুত আসার সাথে সাথে ঘরের মিটারে আগুন ধরে যায়। প্রতিবেশীরা ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘরের মধ্যে থাকা বৃদ্ধা নুরজাহানকে পিছনের দরজা ভেঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ক্ষতিগ্রস্থদের ধারনা বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত।