আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

0
386

খবর৭১ঃ
গ্যাস লাইনের মেরামতকাজ করায় আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে রাজধানীর বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোড এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় মুকিম বাজার হাইস্কুল এলাকা, বংশাল মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতিবাজার, হোসেনি দালান, নাজিরা বাজার ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের উদ্যোগ নেয় তিতাস কর্তৃপক্ষ। মেরামতের কাজ করতে গিয়ে এর আগেও বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here