খবর৭১ঃ
আব্দুল আওয়াল, মদন (নেত্রকোণা)ঃ আগামী ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার প্রথম ধাপে নেত্রকোনার মদনসহ দেশের ২৫টি পৌরসভায় ভোট গ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে প্রথম দাপের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার । আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার । ইসি সচিব জানান, প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। নেত্রকোনার ৫টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।