খবর৭১ঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেট থেকে আট কেজি ওজনের ৬৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার কাস্টমস গোয়েন্দার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করেন। এসময় দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চার ঘণ্টা তল্লাশি করা হয়।
পরে ওই ফ্লাইটের টয়লেটের নিচের ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৭.৮৮৮ কেজিভ।
উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা