খবর৭১ঃ
শেষ মুহূর্তে জর্জিয়ার পর এবার পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেলেন জো বাইডেন। এতে বিজয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী।
ফক্স নিউজ বলছে, রাজ্যটিতে ৪৯.৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে বাইডেনের গাধা। অন্যদিকে ৪৯.৪ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছে ট্রাম্পের হাতি।
সংখ্যার বিচারে ৩২ লাখ ৯৫ হাজার ৩১৯ হাজার ভোট পেয়েছেন বাইডেন। অন্যদিকে ৩২ লাখ ৮৯ হাজার ৭২৫ ভোট পেয়ে পিছিয়ে ট্রাম্প। রাজ্যটিতে ৯৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার বিকালে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকা জর্জিয়াতে বর্তমানে ৯১৭ ভোটে এগিয়ে আছেন বাইডেন। ইতিমধ্যে রাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। রাজ্যটিতে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।
রাজ্যটিতে বাইডেন ৪৯.৩৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ ভোট। সংখ্যার বিচারে বাইডেনের ভোটের সংখ্যা দুই কোটি ৪৪ লাখ নয় হাজার ৩৭১। আর ট্রাম্প পেয়েছেন দুই কোটি ৪৪ লাখ আট হাজার ৪৫৪ ভোট।
এদিকে নেভাদা রাজ্যেও ৪৯.৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে বাইডেন। অন্যদিকে ট্রাম্পের হাতি মার্কা পেয়েছেন ৪৮.৫ শতাংশ ভোট। এই রাজ্যে ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট আছে।
নির্বাচনের পর থেকেই পেনসিনভেনিয়া ও জর্জিয়াতে বিপুল ভোটে ট্রাম্প এগিয়ে থাকলেও, পরবর্তী সময়ে ডাকযোগে ভোট যোগ হওয়ায় রাজ্যগুলোতে এগিয়ে যান ডেমোক্র্যাটের জো বাইডেন।
এখন পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আসেন বাইডেন। অন্যদিকে ট্রা্ম্প পেয়েছেন ২১৪টি ভোট। ফলে আর মাত্র ছয়টি ইলেকটোরাল পেলেই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন জো বাইডেন।