কীর্তনখোলায় ট্রলার নিয়ে ঘুরতে গিয়ে নি‌খোঁজ ছাত্র

0
386
কীর্তনখোলায় ট্রলার নিয়ে ঘুরতে গিয়ে নি‌খোঁজ ছাত্র

খবর৭১ঃ
ব‌রিশা‌লের কীর্তণ‌খোলা নদী‌তে বন্ধু‌দের সঙ্গে ট্রলার নি‌য়ে ঘুর‌তে গি‌য়ে দীপক ঘোষ দীপ (১৬) না‌মে এক ক‌লেজছাত্র নি‌খোঁজ হওয়ার খবর পাওয়া গে‌ছে।

সোমবার রাত ৮টার দি‌কে ব‌রিশা‌লের ত্রিশ গোডাউনসংলগ্ন কীর্তনখোলা নদী‌তে ট্রলার থে‌কে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ হয় ওই ছাত্র।

‌নি‌খোঁজ দীপক নগরীর আমানতগঞ্জের মু‌ক্তি‌যোদ্ধা সংসদ এলাকার মিন্টু ঘোষের ছে‌লে এবং উচ্চ মাধ্যমি‌কের প্রথম ব‌র্ষের ছাত্র।

‌বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন ফায়ার সা‌র্ভি‌সের সহকা‌রী প‌রিচালক ফারুক হো‌সেন।

তিনি জানান, ট্রলার নি‌য়ে বন্ধু‌দের সঙ্গে কীর্তনখোলা নদী‌তে হইহু‌ল্লোর করার সময় নদী‌ তীর থে‌কে ২০০ ফিট দূ‌রে পড়ে যায় দীপক।

খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান প‌রিচালনা কর‌লেও প্রচুর স্রোত থাকায় অভিযান বন্ধ রাখা হয়।

মঙ্গলবার সকাল থে‌কে ফের উদ্ধার অভিযান শুরু হয় ব‌লে জানান ফায়ার সা‌র্ভি‌সের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here