অস্ট্রিয়ায় ৬ জায়গায় সন্ত্রাসী হামলা, নিহত ৩

0
399
অস্ট্রিয়ায় ৬ জায়গায় সন্ত্রাসী হামলা, নিহত ৩

খবর৭১ঃ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। এতে অন্তত এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ভিয়েনার অন্তত ছয়টি যায়গায় হামলা চালিয়েছে হামলাকারীরা।

দেশটির চ্যান্সেলর সেবাস্তিযান কার্জ এই হামলাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন অভিযুক্ত হামলাকারীকে খুঁজছে পুলিশ। ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছেও ওই হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স বলছে, এটা এখনও নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা।

ভিয়েনা শহরের মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here