একদিনে করোনায় আক্রান্ত ৪ লাখ, মৃত ৫,৩০০

0
313
সারাদেশে করোনা ভাইরাসে আরো ২১ জনের মৃত্যু

খবর৭১ঃ সংক্রমণ শুরুর পর এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা মাঝে কমলেও আবার তা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৬৮ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫ হাজার ১৯৪ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ৯১১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৭১ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছে ১ লাখ ২২ হাজার ৬৪২ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ১০৪ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ৭৮১ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৩৫ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৪ লাখ ১৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ১৯ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯ হাজার ২৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here