মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

0
363
মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

রাব্বুল ইসলাম, ঝিনাইদহঃ ফ্রান্সে মহানবীর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহে শহরের পোস্ট অফিস মোড়ে হৃদয়ে বিশ্বনবী (সঃ) নামের একটি সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, হৃদয়ে বিশ্বনবী (সঃ) এর আহ্বায়ক মাওলানা রুহুল আমিন খান, উপদেষ্টা ফিরোজ হোসেন, আনিচুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরহাদ হোসেন, মাওলানা নজরুল ইসলাম, আরাফাত হোসেন, নুরুজ্জামানসহ অন্যান্যরা। এসময় বক্তারা, ফরাসি সব পণ্য বয়কট ও ইসলাম বিদ্বেষী সব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here