ঝিনাইদহে কৃষকের বাঁধাকপির ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

0
481
ঝিনাইদহে কৃষকের বাঁধাকপির ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে হাঁটবাকুয়া গ্রামের এক কৃষকের বাঁধাকপির ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণ পুর ইউনিয়নের হাট বাকুয়া গ্রামের মাঠে কে বা কারা ক্ষতিকর কীটনাশক দিয়ে এই বাঁধাকপির ক্ষেত নষ্ট করে দিয়েছে।

ভুক্তভোগী কৃষক শমসের মন্ডল জানান এ বছরে 60 শতাংশ জমি বন্ধক নিয়ে বাঁধাকপি চাষ করেছি।পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে দেয় ওই ক্ষেতে। রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের অধিকাংশ বাঁধাকপির হয়েছে তিনি আরও জানান ক্ষেতে থাকা বাঁধাকপি এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে পারতেন। এতে করে প্রায় দেড় লক্ষ টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। কি ব্যাপারে সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here