মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে অর্ধ শতাধিক নারী পুরুষের চর্ম রোগের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সংগঠণটির সৈয়দপুর উপজেলা শাখা শহরের চাঁদনগরের শহীদ ডাঃ মোবারক আলী ম্যানশনে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী(বীরপ্রতিক) সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, ওয়াজেদ আলী বসুনিয়া,ইজাবুল হক, ডা.মো. আনিসুর রহমান,ডা. মো.মতিয়ার রহমান,আব্দুর রউফ চৌধুরী,মতিউর রহমান,ইঞ্জিনিয়ার কেরামত আলী নান্নু, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ প্রবীণ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান দৃষ্টি। এতে সহযোগিতা করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী খাদিজা আকতার ও বাংলাদেশ মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: আরাফাত হোসেন । মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন কাইউম সিদ্দিক আনন্দ,মাহমুদ জামান শোভন,মোহাম্মদ সাইফ প্রমুখ।