দুর্নীতি-জালিয়াতি অভিযোগঃ ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুলকে দুদকে তলব

0
375
দুর্নীতি-জালিয়াতি অভিযোগঃ ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুলকে দুদকে তলব
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা। ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার জালজালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন পাইয়ে দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তাকে তলব করেছে

দুদকের উপপরিচালক (বিশেষ অনুসন্ধান তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত তলবি নোটিশটি দেয়া হয় বুধবার। নোটিশে আগামী নভেম্বর সকালে জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের কপি নিয়ে রূপাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার জালজালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন পাইয়ে দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনার জন্য নোটিশটি দেয়া হয়েছে

এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য

দুদকের একটি সূত্র জানায়, এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নানা অনিয়মের পর্যাপ্ত তথ্য প্রমাণ দুদকের কাছে এসছে। তবে দুদকের পাঠানো চিঠির বিষয়ে জানতে ডেপুটি আ্যটর্নি জেনারেলকে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here