খবর৭১ঃ
প্রথম প্রজন্মের করোনা ভ্যাকসিন ত্রুটিপূর্ণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান
কেট বিংহাম। মঙ্গলবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত একটি মতামতে তিনি এমন শঙ্কার কথা জানান।
মতামতে কেট বিংহাম বলেন, প্রথম প্রজন্মের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ হতে পারে। এটি হয়তো ইনফেকশন প্রতিরোধ করতে পারবে না কিন্তু উপসর্গ কমাতে পারবে। এছাড়া দীর্ঘ সময়ের জন্য এটি কাজ নাও করতে পারে। আমাদের এগুলোর জন্য প্রস্তুত থাকা উচিৎ।
মতামতে বিংহাম আরো বলেন, আমরা জানি না যে আমাদের কখনই কোনও ভ্যাকসিন পাবো কিনা। আত্মতুষ্টি এবং অতিরিক্ত-আশাবাদ থেকে রক্ষিত হওয়াটা জরুরি। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এ পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৭৯৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১১ লাখ ৭০ হাজার ২২০ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি প্রতিরোধে বিশ্বে শত শত ভ্যাকসিন গবেষণা চালানো হচ্ছে। বর্তনামে প্রায় ৪০টি ভ্যাকসিন রয়েছে হিউম্যান ট্রায়াল পর্যায়ে। এদের ম ১০টি ভ্যাকসিন তৃতীয় ধাপে বড় জনগোষ্ঠীর ওপর পরীক্ষা-নিরীক্ষা চলছে যার মধ্যে চীন ও রাশিয়া ৫টি ভ্যাকসিন সীমিত আকারে ব্যবহারের অনুমতি দিয়েছে।