সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের সদর উপজেলার শহীদ মোহাম্মদ আলী সড়ক সংলগ্ন মেসার্স মুকুল ফার্মা ও জনতা ফার্মেসি নামে দুটি ফার্মেসিতে নগদ টাকা চুরির খবর পাওয়া গেছে।
দোকান মালিকের অভিযোগে জানা যায়,ফার্মেসি দুটির টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশ থেকে (টাকা রাখার ডয়ার) আনুমানিক দুই লাখ টাকার মতো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মুকুল ফার্মেসির মালিক আবু হাসান অভিযোগ করে বলেন,আজ রোববার আমি প্রতিদিনের ন্যায় দোকান খুললে দেখতে পাই, আমার দোকানের সব কাগজ পাতি এলোমেলো হয়ে আছে। পরে টাকার বাক্স দিকে নজর গেলে দেখি আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঠিক একইভাবে টিনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে,টাকা রাখার ড্রয়ার থেকে টাকা চুরি করে নিয়ে যায়। এমন দৃশ্য জনতা ফার্মেসির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এস,আই মুকুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা এখনো কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করতে পারব।