বঙ্গবন্ধুর খুনিদের শাস্তির দাবিতে ইবিতে ছাত্রলীগের মানববন্ধন

0
554

ইবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

জানা যায়, মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা হালিরে সঞ্চালনায় এবং সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এসময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ সজল, আলমগীর হোসেন আলো, আবু হেনা, মোহাম্মদ আলী সবুজ, রবিউল ইসলাম পলাশ, তৌকির মাহফুজ মাসুদ, রিজভী আহমেদ, শিবলু, মোস্তফা, ফয়সাল সিদ্দিক আরাফাত, মঞ্জুর হাসান, আব্দুল আল মামুন, আবির, রিজওয়ান সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here