খবর৭১ঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বের অন্তত এক কোটি ১০ লাখ মেয়ে আর স্কুলে ফিরতে পারবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক আন্দ্রে আজলি। বৃহস্পতিবার কঙ্গো প্রজাতন্ত্র সফরকালে তিনি এই আশঙ্কার কথা জানান।
আন্দ্রে আজলি বলেন, আমরা শঙ্কিত এ নিয়ে যে স্কুলগুলো বন্ধ হয়ে অনেক দেশ দুর্ভাগ্যক্রমে লোকসানের দিকে যাচ্ছে। আমাদের ধারণা অনুযায়ী, বিশ্বের প্রায় ১ কোটি ১০ লাখ মেয়ের স্কুলে ফেরা হবে না।
ফ্রান্সের এই সাবেক সংস্কৃতি মন্ত্রী জানান, বিদ্যালয়গুলোতে মেয়েদেরকে ফেরানোর জন্য ইউনেস্কো ইতোমধ্যেই একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।
জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী করোনা ১৯০ দেশের ১৬০ কোটি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করেছে; এমন এর আগে কখনো হয়নি। এই সংকটে যে ৯৪ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত, তাদের ৯৯ শতাংশ নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশের।