সব কলেজ ছাত্রাবাসের নিরাপত্তায় জরুরি নির্দেশনা

0
410
সব কলেজ ছাত্রাবাসের নিরাপত্তায় জরুরি নির্দেশনা

খবর৭১ঃ করোনায় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেই সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের মতো লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে দেশের সব সরকারি ও বেসরকারি ছাত্রাবাস বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশির উপ-পরিচালক (কলেজ-১) প্রফেসর শাহ মো. আমির আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে নয়টি নির্দেশনা দিয়ে বলা হয়, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১৮ মার্চ থেকে অদ্যাবধি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কাজ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সকল সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানগণকে সতেষ্ট থাকতে হবে। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা এবং সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিচের পদক্ষেপসমূহ জরুরি ভিত্তিতে নেয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

নির্দেশনাগুলো হলোঃ

১. অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং আঞ্চলিক পরিচালককে ক্লাস গ্রহণের তথ্য প্রদান করতে হবে।

২. প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নির্মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে হবে।

৩. শিক্ষার্থীদের অনলাইনে অংশগ্রহণ মনিটরিং এবং অভিভাবকের সঙ্গে সংযোগ সাধন করতে হবে।

৪. শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চার নিৰ্দেশনা প্রদান করতে হবে।

৫. কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

৬. কলেজের ল্যাবসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. ছাত্রাবাসসমূহ বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৮. প্রতিষ্ঠানের মূল ফটকসহ সকল প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখতে হবে।

৯. স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার করতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি সব কলেজের প্রতিষ্ঠানপ্রধানকে বর্তমানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here