হাবিবুর রহমান নাসির ছাতক :
ছাতকের গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাজার ৫টি দোকান থেকে নগদ টাকাসহ ৫লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয়। এসময় চোরেরা মারধোর করে বাজারে নিয়োজিত পাহারাদারসহ ৩ জনকে বআহত করে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোবিন্দগঞ্জ বাজারে ১০-১২ জন মূখোশধারী চোর বাজারে নিয়োজিত দু’ পাহারাদারকে বেঁধে এক পর-পর ৩টি জুয়েলারী দোকানসহ ৫টি দোকানের মালামাল লুট করে নেয়।
চোরেরা বাজারের শাহ আলমের রাফি জুয়েলার্স, মিলন ধরের মিলন জুয়েলার্স, সুমন দের শ্রী দুুর্গা জুয়েলার্স, ভানু রঞ্জন রায়ের মেসার্স মমতা মেডিকেল হল, ও হাজী আব্দুল হামিদের আল আমিন ষ্টোরের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। চোরদের প্রহারে বাজারের পাহারাদার দোয়ারা উপজেলার বাংলাবাজার এলাকার আফাজ উদ্দিন(৫৭) ও সিলেটের লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ গ্রামের উকিল আলী(৪০) আহত হয়। এসময় পার্শবর্তী মেসার্স কাদির ফার্নিচারের কর্মচারী রইছ উদ্দিন দোকান থেকে বের হলে তাঁকেও মারপিট করে বেঁধে রেখে চোরেরা। আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল আহমদ, ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশি অভিযান চলবে।##