পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার কার্যকর

0
430
পেঁয়াজের আমদানি ঋণপত্র মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ

খবর৭১ঃ পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এই আদেশ জারি হওয়ার পর থেকে তা কার্যকর হয়েছে।

আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ পাবেন আমদানিকারকরা। এর ফলে আজ থেকে আমদানিকৃত পেঁয়াজে কোন শুল্ক দিতে হবে না। ফলে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমার সুযোগ তৈরি হলো।

স্থানীয় কৃষককে ন্যায্য মূল্য নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে পেঁয়াজ চাষে উৎসাহিত করতে গত বাজেটে পেঁয়াজ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক আরোপ করে এনবিআর। তবে সম্প্রতি ভারত থেকে আমদানি বন্ধসহ কিছু কারণে পেঁয়াজের দাম বাড়ায় অন্যান্য দেশ থেকে আমদানি সহজ করতে এই শুল্ক প্রত্যাহারের চাপ বাড়তে থাকে এনবিআরের উপর।

এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় একাধিক দফায় চিঠি দেয়। এরপর গত রবিবার পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার ঘোষণার পর এই আদেশ জারি করল এনবিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here