দেশে করোনা ভাইরাসে মৃত্যু ৫ হাজার ছাড়াল

0
362
করোনা

খবর৭১ঃ
দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৯৯তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৮ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪০ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ২০ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৫৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৪৮ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক শূন্য ৭ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩ জন। গতকালের চেয়ে ৭৯ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক শূন্য ৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৩ দশমিক ৭৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ২৬ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৪৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৯৬৭ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ২৭৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১০২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৫৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ১১১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here